{[['
']]}
মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনতে যাচ্ছে মাইক্রোসফট এমন সংবাদ হয়তবা শুনেছেন? গত মঙ্গলবার এক বিবৃতিতে মাইক্রোসফট এমন তথ্য জানায়। নকিয়া কিনতে মাইক্রোসফটের ব্যয় হবে ৫.৪৪ বিলিয়ন ইউরো। মাইক্রোসফট নকিয়া মোবাইল ফোন কিনেতো নিচ্ছেই সাথে নকিয়ার সিইও স্টিফেন ইলোপও মাইক্রোসফটে যোগ দেওয়ার কথা রয়েছে।
Post a Comment