Latest post :
Home » » খারাপ কাজে মজা বেশি বললেন সালমান

খারাপ কাজে মজা বেশি বললেন সালমান

{[['']]}
ভালো কাজ করে বেড়ানোর চেয়ে খারাপ কাজে মজা বেশি। ফেরেস্তা হওয়া বিরক্তিকর, শয়তান হওয়া মজার। আর তাই বিরক্তিকর ভালোত্বের চেয়ে মন্দ কাজই আমি বেশি উপভোগ করি।কথাগুলো বলিউড অভিনেতা সালমান খানের। কথাগুলো শুনে মনে হতে পারে ভালো কাজ করতে উৎসাহী নন সালমান। ঘটনা আসলে তেমন না। অন্য দশজনের মত সালমানও ভালো কাজেরই সমর্থক। কিন্তু ব্যক্তি হিসেবে যখন কিছু করতে যান, তখন ভালোর চেয়ে খারাপ কাজ করতেই নাকি তার বেশি ভালো লাগে।

সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে বলিউডের সবচেয়ে বড় রিয়েরিটি শো বিগ বস-৭। চতুর্থবারের মত এবারের পর্বে বিগ বস হিসেবে আছেন সালমান খান। এবারের পর্বে ভালো এবং মন্দ দুই ভূমিকাতে দেখা যাবে তাকে। নিজের দ্বৈত ভূমিকা নিয়ে জিজ্ঞেস করা হলে সালমান ওপরের কথাটি বলেন।

ফেরেস্তা হওয়া বিরক্তিকর, শয়তান হওয়া মজার- কথাটির ব্যাখ্যা দিতে গিয়ে সালমান খান বলেন, ‘আমি এমন ধরনের মানুষ নই, যাকে দেবদূত বলা যাবে। আমি দেবদূতের গুণাবলী সমৃদ্ধ অনন্য এবং বিশেষ কেউ নই। আবার আমি খারাপ দিকগুলোর ওপর বিশেষ জোরও দিতে চাই না।  আমার মাঝে দুই ধরনের গুণই স্বল্প পরিমাণে আছে।
আমি মনে করি একজন দেবদূতের মত হওয়া ভালো কিন্তু এটা বিরক্তিকর। তাই দেবদূতের কাজের চেয়ে শয়তানী কাজ করতেই বেশি ভালো বোধ করি।’
সংগ্রহ

Share this article :

Post a Comment

About

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD post site - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger