{[['
']]}
বাজারে আইপ্যাডকে টেক্কা দিতেই আগামী সপ্তাহেই ‘নেক্সাস ১০’ ট্যাবলেট বাজারে ছাড়তে যাচ্ছে গুগল। ১০ ইঞ্চি মাপের গুগলের দ্বিতীয় প্রজন্মের ‘নেক্সাস ১০’ আগামী সপ্তাহেই শুরু থেকেই বিক্রি শুরু হবে বলেও জানা গেছে। খবর মাশাবেল ডটকমের।
এই সপ্তাহের শুরুর দিকে গুগল প্লে স্টোরে প্রোডাক্ট পেজে বিক্রির জন্য অস্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় এটিকে। বিক্রি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২১ নভেম্বর দেয়া হয়েছিল কিন্তু পরে তা তুলে নেয়া হয়।
গুগল জানিয়েছে, নেক্সাস ১০ ট্যাব তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
গুগলের দাবি, ‘নেক্সাস ১০’ হবে উদ্ভাবনী বৈশিষ্ট্যের একটি প্রযুক্তিপণ্য।
ডিভাইসটিতে থাকবে ২৫০০×১৬০০ রেজল্যুশন বিশিষ্ট ডিস্প্লে, একটি কোয়ার্ড-কোর কোয়ালকম স্নাপড্রাগন ৮০০ সিডিইউ এবং ৩জিবি র্যাম। -
এই সপ্তাহের শুরুর দিকে গুগল প্লে স্টোরে প্রোডাক্ট পেজে বিক্রির জন্য অস্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় এটিকে। বিক্রি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২১ নভেম্বর দেয়া হয়েছিল কিন্তু পরে তা তুলে নেয়া হয়।
গুগল জানিয়েছে, নেক্সাস ১০ ট্যাব তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
গুগলের দাবি, ‘নেক্সাস ১০’ হবে উদ্ভাবনী বৈশিষ্ট্যের একটি প্রযুক্তিপণ্য।
ডিভাইসটিতে থাকবে ২৫০০×১৬০০ রেজল্যুশন বিশিষ্ট ডিস্প্লে, একটি কোয়ার্ড-কোর কোয়ালকম স্নাপড্রাগন ৮০০ সিডিইউ এবং ৩জিবি র্যাম। -
Post a Comment