{[['
']]}
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের আকর্ষনীয় অপশন হচ্ছে চ্যাটিং অপশন। খুব সাম্প্রতি এ চ্যাটিং অপশনে কিছুটা আপডেট এনেছে সাইটটি।
ব্যবহারকারীর হোম পেজের একদম ডানে নিচে প্রদর্শন করা হয় এ অপশনটি। যেখানে তুলে ধরা হয় ব্যবহারকারীর বন্ধুদের যারা অনলাইনে থাকেন। যারা অনলাইনে সক্রিয় থাকেন তাদের নামের পাশে ছোট সবুজ বৃত্ত থাকে। আর এ সবুজ বৃত্তকে কেন্দ্র করেই পরিবর্তন আনা হয়েছে।
মোবাইল ফোন কিংবা ল্যাপটপ অথবা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন অনেকেই। আগে এদের মধ্যে যারা ফোনে ব্যবহার করত তাদেরকে ফোন আইকন দিয়ে বোঝানো হতো। কিন্তু এখন তাদেরকে বোঝাতে সবুজ বৃত্তের বাম পাশে লিখে প্রকাশ করা হচ্ছে।
যারা মোবাইল থেকে ব্যবহার করছে তাদের MOBILE লিখে, অন্যদিকে যারা ল্যাপটপ অথবা কম্পিউটারে ব্যবহার করছে তাদেরকে WEB লিখে প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, ব্যবহারকারীদের সুবিধার্থে মাঝে মাঝেই বিভিন্ন পরিবর্তন এনে চলেছে ফেসবুক।
ব্যবহারকারীর হোম পেজের একদম ডানে নিচে প্রদর্শন করা হয় এ অপশনটি। যেখানে তুলে ধরা হয় ব্যবহারকারীর বন্ধুদের যারা অনলাইনে থাকেন। যারা অনলাইনে সক্রিয় থাকেন তাদের নামের পাশে ছোট সবুজ বৃত্ত থাকে। আর এ সবুজ বৃত্তকে কেন্দ্র করেই পরিবর্তন আনা হয়েছে।
মোবাইল ফোন কিংবা ল্যাপটপ অথবা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন অনেকেই। আগে এদের মধ্যে যারা ফোনে ব্যবহার করত তাদেরকে ফোন আইকন দিয়ে বোঝানো হতো। কিন্তু এখন তাদেরকে বোঝাতে সবুজ বৃত্তের বাম পাশে লিখে প্রকাশ করা হচ্ছে।
যারা মোবাইল থেকে ব্যবহার করছে তাদের MOBILE লিখে, অন্যদিকে যারা ল্যাপটপ অথবা কম্পিউটারে ব্যবহার করছে তাদেরকে WEB লিখে প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, ব্যবহারকারীদের সুবিধার্থে মাঝে মাঝেই বিভিন্ন পরিবর্তন এনে চলেছে ফেসবুক।
Post a Comment