Latest post :
Home » , » দেশের বাজারে টুইনমস স্মার্টফোন

দেশের বাজারে টুইনমস স্মার্টফোন

{[['']]}

টুইনমস ব্রান্ডের স্কাই ভি৫০১ মডেলের থ্রি-জি স্মার্ট ফোন বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

কোয়ার্ড কোর ১.২ গিগাহার্জ সম্পন্ন এই স্মার্ট ফোনের ফিচারসমূহের মধ্যে রয়েছে এন্ড্রয়েড ৪.২ জেলিবিন অপারেটিং সিস্টেম, ডুয়াল ব্যাটারি, ১ গিগাবাইট ফোন মেমোরি, ৫ ইঞ্চি হাইডেফিনিশন ডিসপ্লে, ১ গিগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট রোম। 

আরো রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও, থ্রিজি ভিডিও কল সুবিধা, ভয়েস রেকর্ডার, ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা। 

৯.৮ মিলিমিটার স্লিম টুইনমস এর এই মোবাইল ফোনটির অন্যতম মৌলিক ফিচার হচ্ছে এর ডুয়াল ব্যাটারি সুবিধা। অর্থাৎ, লিথিয়াম ব্যাটারির (১৭০০ এমএএইচ) চার্জ শেষ হয়ে গেলেও ভেতরের ইন্টারর্নাল লি-পলিমার (১১০০ এমএএইচ) ব্যাটারি দিয়ে প্রয়োজনীয় সকল ধরনের কাজ করা যায়। 

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির মূল্য ১৭,৯০০ টাকা।
Share this article :

Post a Comment

About

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BD post site - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger